Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

১। পানির উৎসস্থাপন : জনগণকে নিরাপদ পানি সরবরাহের আওতায় আনার জন্য গ্রামীণ এলাকায় উপজেলা স্থান নির্বাচন কমিটির মাধ্যমে স্থান নির্বাচন করে ঠিকাদারের মাধ্যমে পানির উৎস স্থাপন।

২। জনগণকে নিরাপদ পানি সরবরাহের আওতায় আনার জন্য গ্রামীণ পাইপ ওয়াটার সাপ্লাই স্থাপন।

৩। পৌর এলাকায় পৌর কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী উৎপাদক নলকুপ স্থাপনের মাধ্যমে পানি সরবরাহ।

৪। পৌর এলাকায় পৌর কর্তৃপক্ষের প্রস্তাব অনুযায়ী পাইপ লাইন স্থাপনের মাধ্যমে পানি সরবরাহ।

৫। প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ পানির জন্য পানির উৎস স্থাপন।

৬। আর্সেনিক আক্রান্ত এলাকার বিকল্প পানির উৎস স্থাপন।

৭। নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষাকরণ। (বিনামূল্যে)

৮। জনগণকে আর্সেনিক সম্পর্কে সচেতন করা।

৯। জনগণকে স্যানিটেশন সম্পর্কে সচেতন করা।

১০। সকলকে স্যানিটেশনের আওতায় আনা।

১১। সকল বাড়ীতে স্যানিটারী ল্যাট্রিন স্থাপন।

১২। রিং-স্লাব উৎপাদন ও বিক্রয়। অধিদপ্তরীয় জনবল দ্বারা উপজেলাস্থ ভি.এস কেন্দ্রে রিং-স্লাব উৎপাদন ও বিক্রয় করা স্লাবের মূল্য-২০০/- এবং রিং এর মূল্য-১০০/-টাকা।